১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রয় করার ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৫, ২০২৪
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় অবৈধভাবে কৃষি জমিতে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ২৪ জুন দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন।


জানাগেছে, উপজেলা জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে ওয়াজেদ আলী বেশ কিছুদিন ধরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের নামে এক্সকেভেটর দিকে মাটি কেটে বিক্রয় করছে। এমন অভিযোগ সোমবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ঘটনাস্থলে যান।

তিনি অভিযোগের সত্যতা প্রমান পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram