জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মুসলিম বেকারিকে জরিমানা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৫, ২০২৪
90
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলমডাঙ্গায় অভিযান চালিয়ে আনন্দধাম মুসলিম বেকারিকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার ২৪ জুন দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ এ জরিমানা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম সড়কে মুসলিম বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট কেক, পাউরুটি তৈরি ও বাজার জাত করছে। কেক ও পাউরুটিতে ক্ষতিকর অ্যামোনিয়া মেশানো হচ্ছে। এমন অভিযোগে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ সত্যতা পান তিনি।
পরে মুসলিম বেকারির মালিক আবুল কাসেম বাবুলকে ১২ টাকা জরিমানা করেন। এসময় তিনি বেকারি মালিককে নির্দেশ দেন আগামী দুই দিনে মধ্যে বেকারি পরিস্কার করবেন। স্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটি তৈরি করে বাজারজাত করবেন।