আলমডাঙ্গায় বাজারে বীজ ব্যবসায়ী আব্দুর রশিদ গাঁজাসহ গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৫, ২০২৪
161
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় বাজারে বীজ ব্যবসার আড়ালে গাঁজা করার অপরাধে বীজ ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ২৩ জুন আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
পুলিশ সুত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রশিদ (৫২) দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা কাঁচা বাজারে মেসার্স বীজ ভান্ডার নাম প্রতিষ্ঠানে ব্যবসা করে আসছে। আব্দুর রশিদ বীজ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রয় করে আসছিল।
রবিবার গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এস আই আশিকুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বীজের দোকান থেকে ১শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।