১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ‘ঝিনাইদহ লিফ রিজন‘ বনায়ন প্রকল্প এর সহযোগিতায় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী পালন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৫, ২০২৪
82
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


মুন্সিগঞ্জ প্রতিনিধি: 'বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ' জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এই প্রাতিপাদ্যকে সামনে রেখে "ঝিনাইদহ লিফ রিজন" বনায়ন প্রকল্প এর সহযোগিতায় সবুজ বাংলাদেশ বিনির্মানের লক্ষে এ বছরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী ২০২৪ পালন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ছোটপুটিমারী ডাকমারি সড়ক থেকে গড়গড়ি সড়কের দুধারে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।


উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন, উপস্থিত ছিলেন বি এ টি বি এসিস্ট্যান্ট লিফ অফিসার সারোয়ার আলম এবং তিয়াস সাহা, মাঠ কর্মী শাহজাহান,সাংবাদিক অনিক সাইফুল সহ বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও চাষী বৃন্দ। বনায়ন প্রকল্প ১৯৮০ সাল থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত ১২ কোটির ও অধিক বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ ও রোপণ করে চলেছে।

প্রকল্পটি প্রতিবছরে ৫০ লাখেরও বেশি চারা উত্তোলন ও বিতরণ করে। বিভিন্ন জাতের চারার মধ্যে ঔষধি ৭ লাখ, ফলজ ১০ লাখ এবং বনজ ৩৪ লাখ চারা রয়েছে। এই বছর ঝিনাইদহ লিফ রিজওনে সাড়ে ৩ লাখেরও বেশি চারা বিতরণ করা হবে তারমধ্যে চুয়াডাঙ্গা জেলাতে দেড় লাখেরও বেশি চারা বিতরণ করা হবে। উল্লেখ্য চারার জাত সমূহ হচ্ছে মেহগনি,হরতকি, বহেরা,লেবু,তাল,আম কাঠাল। তারই স্বীকৃত স্বরূপ বনায়ন প্রকল্প এখন পর্যন্ত ৭ বার জাতীয় ও একাধিক বার আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছে।

বনায়নের এই সাফল্যের পিছে আছে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়,পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অনুপ্রেরণা ও সহযোগিতা। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ও বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষ রোপণের উপর জোর দিতে বলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram