আলমডাঙ্গায় আওয়ামীলীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫ তম) প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আলমডাঙ্গায় আওয়ামীলীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫ তম) প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন দলীয় নেতাকর্মিরা।
সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। আনন্দ র্যালিতে আলমডাঙ্গা পৌর সভা ও ১৫টি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মি উপস্থিতিতে জন সমুদ্রে পরিনত হয় দলীয় কার্যালয়।
আলোচনাসভা ও কেট কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, উপজেলা চেয়ারম্যান কে.এম মুঞ্জিলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ^াস, সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সংগঠনিক সম্পাদক আলম হোসেন, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, উপজেলা মহিলালীগের সভা নেত্রী সাহিদা ইসলাম, ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আশিকুজ্জামান ওল্টু, আবু সাঈদ পিন্টু, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার, সোহানুর রহমান, ইমদাদুল হক মুন্সি, আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু তাহের।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু, রাহাব আলী বিল্লাল গণি, তোফাজ্জেল, আইনাল হক, জাহিদুল ইসলাম বাদল, মকবুল হোসেন, শহিদুল ইসলাম লাল্টু, আব্দুল মালেক, সাজিবার রহমান, কামাল হোসেন, খন্দকার মজিবুল ইসলাম, জহুরুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম, লাবলু, দেলোয়ার মোল্লা, আক্তারুজ্জামান, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, যুবলীগ নেতা মনিরুজ্জামান হিটু, রকি, অটল, ছাত্রলীগ নেতা বাদশা, আলমডাঙ্গা পৌরসভার সকল ওয়ার্ড ও সকল ইউনিয়নের সভাপতি সম্পাদক ও নেতাকর্মি।