আলমডাঙ্গায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ জুন সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, মুন্সি ইমদাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বাবলু, আবু তাহের আবু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু, বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা দিদার আলী, বিল্লাল গণি, রাহাব আলী, আব্দুল হান্নান মাস্টার, তোফাজ্জেল হোসেন, আব্দুল কুদ্দুস, খবির উদ্দিন, আনিসুর রহমান, মারফত আলী হেলাল, হাফিজুর রহমান, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, উপজেলা মহিলালীগ সভা নেত্রি সাহিদা খাতুন, শাকিলা খাতুন।
পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, সোনা উল্লাহ, সিরাজুল ইসলাম, লাবলু, মাহাবুব আলম, আক্তারুজ্জামান, মিজানুর রহমান, শহিদ মোল্লা, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, যুবলীগ নেতা মনিরুজ্জামান হিটু, পাপন রহমান, অটো সমিতির লাল্টু মিয়াসহ অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মি।