২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

যুব ফোরামের আলমডাঙ্গায় পথচারীদের বিনামূল্যে স্যালাইন শরবত ও পানির বোতল বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ১৪, ২০২৪
36
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা জেলা যুব ফোরামের পক্ষ থেকে আলমডাঙ্গায় পথচারীদের বিনামূল্যে স্যালাইন শরবত ও পানির বোতল বিতরণ করা হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আলমডাঙ্গা হাইরোডে পথচারীর মাঝে বিনামূল্যে স্যালাইন, সরবত ও পানির বোতল বিতরণ করা হয়।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মহতী উদ্যোগের শুভ উদ্বোধন করেন।


এ সময় তিনি বলেন, বর্তমানে প্রচন্ড তাপদাহে মানব জীবন যখন অতিষ্ঠ ঠিক সেই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলা যুব ফোরাম বিনামূল্যে স্যালাইন, সরবত ও পানির বোতল বিতরণের ব্যবস্থা করেছে। এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যুব ফোরামকে। তিনি আরো বলেন চুয়াডাঙ্গা জেলা যুব ফোরাম ভবিষ্যতে যেন আরো এই ধরনের সেবামূলক কাজ করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।


খুলনা বিভাগীয় যুব ফোরামের সভাপতি আসাদুজ্জামান লিমন বলেন যে চুয়াডাঙ্গা জেলা যুব ফোরামের পক্ষ থেকে এই ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ চলমান থাকবে।। শুধু চুয়াডাঙ্গা জেলা নয় সমগ্র খুলনা বিভাগের দশটি জেলায় এই ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চলমান থাকবে।
এ সময় চুয়াডাঙ্গা জেলার যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram