আলমডাঙ্গায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আলমডাঙ্গায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ জুন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহাবুবুর রহমান, মকলেছুর রহমান বেল্টু মালিথা, মঞ্জুরুল করিম, নজরুল ইসলাম, আব্দুল আলীম, ওল্ট মিয়া, সবেদা খাতুন, এনজিও কর্মি জিয়াউর রহমানসহ আলমডাঙ্গা সমাজসেবা অফিসার সকল ইউনিয়ন সমাজকর্মি ও বিকাশ অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেমিনারে ভাতাভোগীরা মাঝে মাঝে কেন টাকা পান না। বিকাশে টাকা আসে না। এসকল বিষয়ে আলোচনা করা হয়।