আলমডাঙ্গা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“স্মার্ট ভ‚মিসেবা, স্মার্ট নাগরিক” এ স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ জুন ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনসচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী স্নিগ্ধা দাসের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াকুব আলী মাস্টার, উপজেলা বিআরডিবি‘র কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস।
কলেজিয়েট স্কুলেল উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আহসানউল্লাহ, সার্ভেয়ার সুজন মোল্লা, ভ‚মি সহকারি রেজাউল ইসলাম, মিনারুল ইসলাম, খাইরুল ইসলাম, ঈসা খান, মতিয়ার মোল্লা, নাজির ইসমোত তোহা, ক্রেডিট চেকিং সোহেল রানা, সার্টিফিকেট পেশকার আনিসুর রহমান, অফিস সহকারি কামকম্পিউটার মুদ্রাক্ষরিক সজীবুর রহমান, প্রসেস সার্ভার কাজী রোকন উদিন, স্টাফ ফারুক, ফাহিম, সেলিম প্রমুখ ।
আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার জানান, বর্তমানে শতভাগ নামজারি ও ভূমি উন্নয়ন কর প্রদান অনলাইনে সম্পন্ন করা হয়। তাই দালালের খপ্পরে পড়ে নিজের মূল্যবান অর্থ কেউ নষ্ট করবেন না।