১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পৌর শহরের কাছারি বাজার জামে মসজিদে সামনের কাতারে যাওয়া নিয়ে মারামারি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ৮, ২০২৪
105
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা পৌর শহরের কাছারি বাজার জামে মসজিদে সামনের কাতারে যাওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুসল্লীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে মুসল্লীরা মসজিদে বসে ইমামের খুতবা শুনছিলেন। এসময় আব্দুল মালেক নামের এক মুসল্লী পেছন থেকে সামনের কাতারে যাওয়ার চেষ্টা করেন। সামনের কাতারে যেতে বাবু নামের একজনের গায়ে আঘাত করেন আব্দুল মালেক। এতে বাবু নানা কথা বলে চরম বিরক্তি প্রকাশ করতে থাকেন। আব্দুল মালেকসহ অন্যেরা চুপ থাকতে বললেও বাবুর বিরক্তি প্রকাশ আরো চরম পর্যায়ে পৌছে।

এনিয়ে মসজিদের ভেতরই হট্টগোলের মত শুরু হয়। আব্দুল মালেকে পক্ষ নেয় মসজিদে থাকা তার ছেলে। এক পর্যায়ে বাবুকে মসজিদের বাইরে গিয়ে কথা বলতে বলেন মুসল্লীরা। বাবু মসজিদের বাইরে এলে মালেকের ছেলে বাবুর ওপরে ঝাপিয়ে পড়ে। তাকে কিল-ঘুষি মারতে থাকে। এঘটনায় মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। তারা অহেতুক এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করতে থাকেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram