১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে রাজু আহমেদ নামে এক যুবকের মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ৮, ২০২৪
120
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে রাজু আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামের চরপাড়ায় নাসির উদ্দিন বিশ্বাসের মুরগীর খামারে এ দূর্ঘটনা ঘটে।


বিদ্যুৎস্পৃষ্টে নিহত রাজু আহমেদ (২৫) কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাদ আহমেদের একমাত্র ছেলে। একমাত্র সন্তান রাজুকে হারিয়ে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন।


জানাগেছে, দীর্ঘদিন ধরে শিল্পপতি নাসির উদ্দিন বিশ্বাস তাঁর নিজ গ্রামে মুরগির খামার করেছেন। ওই খামারে গ্রামের বেশকিছু ছেলের কর্মসংস্থান হয়েছে। নিহত রাজু আহমেদও ওই মুরগী খামারে চাকুরী করতেন। বেশ কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ছে। শুক্রবার রাজু আহমেদ মুরগির খামারে টেবিলফ্যান মেরামত করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু ঘটনাস্থলেই মারা যান।


ইউপি সদস্য মাসুদ রানা শিপন বলেন, নাসির উদ্দিন বিশ্বাসের মুরগি খামারে বেতনভুক্ত কর্মচারী ছিলেন রাজু আহমেদ। শুক্রবার সকালে খামারে টেবিলফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। রাতেই জানাযার নামাজ শেষে গ্রামের করবস্থানে দাফন করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram