ওষুধের গায়ে ডিএআর নাম্বার না থাকায় আলমডাঙ্গা হোমিও চিকিৎসালয়ের জরিমানা
ওষুধের গায়ে ডিএআর নাম্বার ও বিদেশি ওষুধের আমদানিকারকের রেজিস্ট্রেশন নাম্বার না থাকায় আলমডাঙ্গায় একটি হোমিও চিকিৎসালয়ের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা ও ১ লক্ষ টাকার সমপরিমাণ ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার থানা মার্কেটের সামনে আলমডাঙ্গা হোমিও হলের মালিক ডাঃ কামাল হোসেনকে ওই জরিমানা করা হয়।
জানা গেছে,শহরের জনপ্রিয় 'আলমডাঙ্গা হোমিও হলে' অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসনের কর্মকর্তারা। এসময় তারা দেখতে পান হোমিও হলে রক্ষিত বিভিন্ন কোম্পানির ওষুধের গায়ে ডিএআর নাম্বার এবং বিদেশি ওষুধ আমদানিকারকের রেজিষ্ট্রেশন নাম্বার নেই। সরকারি ওষুধ নীতিমালায় ওষুধের গায়ে ডিএআর নাম্বার ও বিদেশি ওষুধের আমদানিকারকের রেজিস্ট্রেশন নাম্বার থাকা বাধ্যতামূলক। এগুলো না থাকলে নকল ওষুধ বলে বিবেচিত হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার স্নিগ্ধা দাস অভিযুক্ত হোমিও হলের চিকিৎসক কামাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং একইসাথে ১ লক্ষ টাকার সমপরিমাণ ওষুধ জব্দ করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসনের তত্ত¡াবধায়ক শফিউল ইসলাম, আলমডাঙ্গা থানার এসআই হাদীউজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।