আলমডাঙ্গায় মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
আলমডাঙ্গায় মার্সেলের পণ্য কিনে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুবর্ণ সুযোগ দিয়েছে দেশের অন্যতম বৃহৎ ইলেক্ট্রনিক কোম্পানি মার্সেল। এ উপলক্ষে আলমডাঙ্গায় মামুন এন্টারপ্রাইজের পক্ষ থেকে মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, খাবার বিতরন ও বৃক্ষ রোপন করা হয়েছে। বুধবার ২৯ মে দুপুরে আলমডাঙ্গায় মার্সেল পণ্য ডিস্ট্রিবিউটর মামুন এন্টাপ্রাইজ থেকে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তার ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে সারাদেশের ন্যায় আলমডাঙ্গাতেও মার্সেল ব্রান্ডের ইলেক্ট্রনিক্স গ্যালারীর সৌজন্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন আলমডাঙ্গা মার্সেল শোরুম মামুন এন্টাপ্রাইজের সত্ত¡াধিকারী ফারুক হোসেন, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক অপারেটিভ ডিরেক্টর নাজমুল হায়দার, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ডেপুটি ডিরেক্টর রোকনুজ্জামান, মার্সেল ডিস্টিবিউটর নেটওয়ার্ক প্রিন্সিপাল অফিসার আরফান হোসেন, মার্সেল শোরুম আলমডাঙ্গার মামুন এন্টাপ্রাইজের ম্যানেজার মোমিনুর রহমান, মিশকাতুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় সিজন-২০ এর আওতায় শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং লাখ লাখ টাকার নিশ্চিত উপহার পাওয়ার বিষয়ে ক্যাম্পেইন করা হয়।
এছাড়া কোম্পানিটি দেশব্যাপী স্বাবলম্বী প্রজেক্টের আওতায় বেকার যুবকদের স্বাবলম্বী ও বৃক্ষরোপণের মত মহৎ উদ্যোগ সফল করতে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। স্বাবলম্বী প্রজেক্টের আওতায় আলমডাঙ্গা বাইপাস সড়কে অবস্থিত মীর মহিউদ্দিন ফিলিং স্টেশনের পাশে মশিউল আলম মামুনের জন্য একটি কফি শপ করে দেয় কোম্পানি। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার বাঁশবাড়িয়া ও উদয়পুর গ্রামে প্রায় ৩শ বৃক্ষরোপণ করে।
ছবি: মার্সেল ডিজিটাল র্যালি। নিউজটা ভাইল করে দিস।