মরহুম আব্দুল্লাহ আল আরিফ রূপকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমডাঙ্গার বিশিষ্ট পরিবহণ ব্যবসায়ী মরহুম আব্দুল্লাহ আল আরিফ রূপকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ মে মরহুম আব্দুল্লাহ আল আরিফ রূপকের থানাপাড়ার বাসার সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আলোচনা করেন মাওলানা আব্দুল কাদের। দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা সিদ্দীকিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রবিউল হক আনসারী।
উল্লেখ্য, গত ২৫ মে শনিবার সকাল ৯ টায় কুষ্টিয়ায় ডাইলোসিস করার সময় তিনি মৃত্যবরণ করেন। তিনি কয়েক বছর ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। রূপক আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত সরোয়ার হোসেন সারু মিয়ার ছোট ছেলে। সরোয়ার হোসেন সারু চেয়ারম্যান ছিলেন আলমডাঙ্গার অত্যন্ত প্রতাপশালী চেয়ারম্যান। কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর বিখ্যাত বিশ্বাস পরিবারের সন্তান। প্রয়াত সারু চেয়ারম্যানের তিন ছেলে ও ৪ মেয়ের মধ্যে রূপক মিয়া ছিলেন কনিষ্ঠ ছেলে।
সুদর্শন ও মৃদুভাষী রূপক মিয়া দীর্ঘ বছর ধরে আলমডাঙ্গা শহরের থানাপাড়ায় নিজ বাসভরনে বসবাস করতেন। ওই দিনই বাদ মাগরিব জানাযা শেষে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়েছে।