২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ মহেশপুর বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২৯, ২০২৪
116
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আব্দুল্লাহ আল মামুন (মহেশপুর) ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে নিজ শয়নকক্ষ থেকে শাহজাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮মে) রাতে উপজেলার মান্দার বাড়িয়া ইউপির বেলেমাঠ বামনগাছা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী ওই গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে। নিহতের স্ত্রী নিমি বেগম বলেন, আমার স্বামী তরিকা মনা লোক হওয়ায় মাঝে মধ্যে বিভিন্ন স্থান থেকে লোকজন তার কাছে আসে। গতকাল রাতে ও (২৮মে) দুইজন লোক এসেছিল। তারা আমার কাছে ভাত খেতে চায়,আমি অসুস্থ থাকায় ঘরে যা ছিল তাই তাদের খেতে দেই। পরে রাতে থাকার জন্য তাদেরকে বালিশ বের করে দেই।

রাত গভীর হলে তারা আমাকে অন্য ঘরে আটকিয়ে রেখে আমার স্বামীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে (২৯মে) আমি ঘরের জ্বনালা ভেঙ্গে বের হয়ে এসে প্রতিবেশীকে বিষয় জানাই।

নিহতের বোন শেফালী খাতুন ও স্থানীয়রা বলেন, সকালে নিমি বেগমের (নিহতের স্ত্রী) চিল্লাচিল্লি করে বলতে থাকে আমার স্বামীকে ২জন লোক গলাকেটে মেরে রেখে গেছে। তার কথাতে আমরা ঘরে ঢুতে দেথি শাহজাহান আলীর লাশ উপর হয়ে পরে আছে,খাট থেকে মেঝেছে রক্ত গড়িয়ে পরছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন।

এ ঘটনায় ঘটনা স্থান পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া,মহেশপুর থানা অফিসার্স ইনচার্জ মাহাবুবুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, নিহতের স্ত্রী(নিমি বেগমকে) আমি প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করেছি,কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। তবে যে বা যারা এই হত্যা কাণ্ডের ঘটনা ঘটিয়েছে আমার দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবো।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram