আলমডাঙ্গায় চলতি বছরের বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন
আলমডাঙ্গায় চলতি বছরের বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ১ হাজার ১শ ২০ টন ধান,১ হাজার টন চাল ও ৭০ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গতকাল মঙ্গলবার দুপুরে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।
আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদের সভাপতিত্বে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্নিগ্ধা দাস বলেন,সরকারী নির্দেশনা মোতাবেক প্রতি বছরের ন্যায় এবারও বোরো মৌসুমের ধান চাল ও গম সংগ্রহ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে কৃষকের স্বার্থ যেন অক্ষুন্ন থাকে। ধান চাল ও গম বিক্রি করতে কৃষক যাতে উদ্বুদ্ধ হয় সেই চেষ্টা করতে হবে। দীর্ঘদিন ব্যাপী দেশজুড়ে প্রকৃতি চরমাভাবাপন্ন থাকলেও ধান,চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, উপজেলা মিল চাতাল অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুল আলীম, উপজেলা মিল চাতাল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ক্যাপ, অটো রাইচ মিল সিরাজ এগ্রোর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।