লিজেন্ড বাংলাদেশ এসএসসি ২০০০ ব্যাচের আলমডাঙ্গা লিজেন্ড পরিবারের অফিস উদ্বোধন
লিজেন্ড বাংলাদেশ এসএসসি ২০০০ ব্যাচের আলমডাঙ্গা লিজেন্ড পরিবারের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১০ মে রাতে এরশাদপুর চাতাল মোড়ে আলমডাঙ্গা লিজেন্ড এসএসসি-২০০০ ও এইচএসসি-২০০২ ব্যাচের বন্ধুরা এ অফিস উদ্বোধন করেন।
অফিস উদ্বোধন অনুষ্ঠানে আলমডাঙ্গা লিজেন্ড গ্রুপের সভাপতি চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মারুফুল ইসলামের সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক রাধাকান্তপুর বাজার শাখার অফিসার ইশতেশাম সোহেলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শাহিন রেজা, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার নিখিল কুমার বিশ্বাস, আলমডাঙ্গার রাজিব টেলিকমের প্রোপাইটার রাজিবুল ইসলাম রাজিব।
এছাড়াও উপস্থিত ছিলেন আকরাম খান, নাহিদ হাসান লিংকন, সবুজ, লালন আলী, জাহাঙ্গীর, ডন বাদশা, লিমন মল্লিক, মুসা, জব্বার, মকবুল, লাল্টু ডাঃ, রেজাউল, আরিফ, নাহিদ,শরিফুল, ফিরোজ, রিয়াজুল, সোহেল, গোলাম নূর সানাউল্লাহ রনি, রয়েল মনা, তোতা, লুৎফর, জিন্নাহ প্রমুখ।