আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ড্রাম ট্রাকের ধাক্কা মোটরসাইকেল আরোহী যুবক মারাত্মক জখম
আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কালিদাসপুর সাদাব্রিজ মোড়ে বালি বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কা মোটরসাইকেল আরোহী যুবক মারাত্মক জখম হয়েছে। সোমবার (৬ মে) বিকেলে কালিদাসপুর কুষ্টিয়া বাস স্টান্ডের নিকট পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী যুবক রাস্তার উপর পড়ে যায়। এসময় বালি বোঝাই ১০ চাকার ড্রাম ট্রাকটি যুবকের পায়ের উপর দিয়ে চলে যায়।
জানাগেছে, ষ্টেশন টু কামালপুর বটতলা রোডের গোবিন্দপুর মাঠপাড়ার হেলাল উদ্দিনের ছেলে নয়ন(২০) বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া মিরপুর হালসায় যায়। সেখান থেকে বিকেলে বাড়ি ফেরার পথে কালিদাসপুর কুষ্টিয়া বাসস্টান্ডের নিকট পৌছালে পিছন থেকে একটি বালি বোঝাই ১০ চাকার ড্রাম ট্রাক ধাক্কা দেয়। ড্রাম ট্রাকের ধাক্কার নয় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায়।
এসময় ড্রাম ট্রাকটি তার পায়ের উপর উঠে পড়ায় নয়ন মারাত্মক জখম হয়। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ও পড়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে বালি বোঝাই ড্রাম ট্রাকটি(খুলনা মেট্টো-শ-১১-০৪০১)“র ড্রাইভার ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। আলমডাঙ্গা থানা পুৃলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।