৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৭, ২০২৪
173
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলায় নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে আচারনবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২য় ধাপে ২১ মে আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে সোমবার (৬ মে) আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আচারনবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।

এসময় প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা বলেন, আলমডাঙ্গা বিশেষ বৈশিষ্টমন্ডিত। অনেক উপজেলার চায়তে আয়তনেও অনেক বড়, জনসংখ্যাও অনেক বেশি। তাই আলমডাঙ্গা উপজেলার নির্বাচন নিয়ে আমাদের বিশেষ কর্মকৌশল রয়েছে। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের কোন গাফিলতি থাকবে না। প্রতিটি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা দৃঢ প্রতিজ্ঞ। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সংশয় থাকার কোন সুযোগ নেই। ডানে বামে করারও কোন সুযোগ নেই।


বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পুলিশ সুপার পদে পদন্নতিপ্রাপ্ত রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো: রাসেল, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আজম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কে এম মুঞ্জিলুর রহমান, ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান, আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোমিন চৌধুরী ডাবু, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আহমেদ হাসিব খান সৈকত, আজিজুল হক, মাসুম বিল্লাহ, মামুনুর রহমান, আজিজুল হক, মকলেছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মারজাহান নিতু, কাজল রেখা, মনিরা পারভীন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram