আলমডাঙ্গায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা- ২০২৪ উদ্বোধন
আলমডাঙ্গায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা- ২০২৪ উদ্বোধন করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প(১ম সংশোধিত)এর আওতায় আলমডাঙ্গায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন রকমের স্টল দেওয়া হয়ছে। স্টল গুলোকে শাক, সবজি, ফলমূল, গাছের চারা, কীট নাশক, ডিজিটাল প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়েছে। কৃষি প্রযুক্তি মেলায় সকাল থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষকেরা মেলা চত্তরে উপস্থিত হয়।
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা।
এসময় তিনি বলেন, বাংলাদেশর কৃষির রাজধানীর চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা জেলায় সব ধরণের ফসল, ফলমূল কৃষকরা চাষ করে । চুয়াডাঙ্গার কৃষকরা এ জেলার মানুষের চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করে অর্থ উপার্জন করে। কৃষকরা আমাদের মুখে খাবার তুলে না দিলে আমরা খেতে পাব না। সেজন্য আমাদের উচিৎ কৃষককে সবধরণের সহযোগী করা। তারা যেন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কৃষি পন্য উৎপন্ন করতে পারে।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস, উপজেলা প্রানী সম্পদ কর্মকতা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু জাফর উবাইদুল্লা, পল্লি উন্নয়ন কর্মকর্তা শায়লা শারমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, রুপালী ব্যাংক ম্যানেজার আব্দুল খালেক। স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহেনা পারভীন।
উপসহকারি কৃষি অফিসার আশরাফুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, বিসিআইসি সার ডিলার শাহ আলম, বিএডিসি বীজ সমিতির সভাপতি শেখ আব্দুর জব্বার, কৃষক টুটুল, রবিউল, রয়েল, রতন, মিজানুর রহমান, চায়না খাতুন, আকলিমা খাতুন, উলফা খাতুনসহ শতাধিক কৃষক ও কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।