১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় উপ‌জেলা নির্বাচ‌নে কে এম মুঞ্জিলুর রহমা‌নের মোটরসাই‌কেল প্রতি‌কের শোভাযাত্রা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৭, ২০২৪
138
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় আসন্ন উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে চেয়ারম্যান প্রার্থী কে এম মুঞ্জিলুর রহমা‌নের মোটরসাই‌কেল প্রতি‌কের প‌ক্ষে পৌর ওয়ার্ড আওয়ামীলী‌গের সভাপ‌তি সম্পাদক মোটরসাই‌কেল শোভাযাত্রা ক‌রে‌ছে। র‌বিবার ৫ মে রা‌তে মোটরসাই‌কেল প্র‌তি‌কের শ্লোগান দি‌তে দি‌তে তারা পৌর এলাকার সকল ওয়া‌র্ড প্রদ‌ক্ষিন ক‌রে।

মোটরসাই‌কেল শোভাযাত্রায় উপ‌স্থিত ছি‌লেন পৌর সভার প্যা‌নেল মেয়র খন্দকার ম‌জিবুল ইসলাম, প্যা‌নেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, ওয়ার্ড আওয়ামীলী‌গের সভাপ‌তি সম্পাদ‌কের ম‌ধ্যে সোনা উল্লাহ, কামাল হো‌সেন, জাহাঙ্গীর ইসলাম, সিরাজুল ইসলাম, মহাবুল হক, মিজানুর রহমান, লাবলু, দে‌লোয়ার মোল্লা, শ‌হিদ মোল্লা, শাফা‌য়েত প্রমুখ।

এসময় তারা শহ‌রের বিভিন্ন মোড়ে মোড়ে দা‌ড়ি‌য়ে সাধারন মানু‌ষের নিকট মেটিরসাই‌কেল প্র‌তি‌কে ভোট প্রার্থনা ক‌রেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram