আলমডাঙ্গায় স্ট্রোক করে মারা গেছেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম
আলমডাঙ্গায় স্ট্রোক করে মারা গেছেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম (ইন্নালিল্লাহি--রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। শনিবার(৩ মে) দুপুর দেড়টার দিকে তিনি তাঁর নির্মাণাধীন বাড়িতে পানি দেওয়ার সময় মাটিতে ঢলে পড়েন।
দ্রæত তাকে বাড়ির পাশের একটি ক্লিনিকে নিয়ে যান স্বজনেরা। কিন্ত তার আগেই তিনি মৃত্যুবরণ করেন। শহিদুল ইসলাম উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
নিহত শহিদুল ইসলাম এরশাদপুর গ্রামের মৃত অধ্যাপক আবু মুসা মিয়ার বড় ছেলে। তিনি আলমডাঙ্গার স্টেশনরোডের নিজ বাড়িতে বসবাস করতেন। বাড়ির নির্মাণাধীন অংশে পানি দেওয়ার সময় তিনি মাটিতে ঢলে পড়েন। দ্রæত তাকে পাশের ক্লিনিকে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। নিহত শহিদুল ইসলাম চাকরিতে অবসরোত্তর ছুটিতে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। রাত ১১টায় মরহুমের জানাযার নামাজ শেষে এরশাদপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।