আলমডাঙ্গায় ইউপি মেম্বার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় ইউপি মেম্বার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে করে ইউপি মেম্বার অ্যাসোসিয়েশন শুক্রবার (৩ মে) বিকেলে আলমডাঙ্গায় বাজারের মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় ইউপি মেম্বার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান জনগণের প্রতিনিধিত্ব করি। আমাদের সন্মান ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না।
আলোচনা সভায় ডাউকি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাবলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি মেম্বার অ্যাসোসিয়েশনের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মজনুর রহমান জান্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউপি সদস্য নাজমুল, তারিক, হারদী ইউপি সদস্য মর্জিনা, কুমারী ইউপি সদস্য রোকসানা, নুপুর, বাড়াদি ইউপি সদস্য ফিরোজা, গাংনী ইউপি সদস্য লালন, হেলাল, মাহফুজা, লাবনী, আলতাফ, খাদিমপুর ইউপি সদস্য খোকন, আশাবুল, জেহালা ইউপি সদস্য আনারুল, ডাউকি ইউপি সদস্য আফাজ, মাসুদা, জামজামি ইউপি সদস্য লিপি খাতুন, ববিতা খাতুন, মতিয়ার রহমান লাল্ডু, জাহাঙ্গীর আলম, নাগদাহ ইউপি সদস্য আনিসুজ্জামান, রফিকুল ইসলাম, বাদশা, রনি, বাদল রশিদ, নাসিমা, খাসকরার ইউপি সদস্য সবেদা খাতুন, কফিলম মিল্টন, মনোয়ার, আলমগীর, শরিফুল, বিথিকা, মর্জিনা, সোনাভানু, কালিদাসপুর ইউপি সদস্য শিপন আলী, মারিফুল ইসলাম, নজরুল ইসলাম, আফিল, ফিরোজুল, জলি খাতুন, সাবিহা, মহাবুল, চিৎলা ইউপি সদস্য ইদ্রিস আলী, রকিবুল, শাহাজালাল, ফিরোজ, রেহেনা, বেলগাছী বেল্টু প্রমুখ।