আলডাঙ্গার আগুনে পুড়ে ভূস্মীভূত হয়েছে বসতবাড়িসহ রান্নাঘর ও গোয়ালঘর
আলডাঙ্গার নওদা হাপানিয়া হুদাপড়ায় আগুনে পুড়ে গেছে ৫ টি বসতবাড়িসহ রান্নাঘর ও গোয়ালঘর। শুক্রবার (৩ মে) দুপুরে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ১টি গরু, নগদ টাকা ও বাড়ির সকল আসবাবপত্র পুড়ে প্রায় ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা।
আগুনে পুড়ে আলমডাঙ্গা চিৎলা ইউনিয়নের নওদা হাপানিয়া হুদাপাড়ার মুত সাইফুল ইসলামের বসতঘর, রান্না ঘর, গোয়ালঘর, ঘরের সকল আসবাবপত্র ও নগদ ৭০ হাজার টাকাসহ বাড়ির সকল মালামাল পুড়ে গেছে। সাইফুল ইসলামের ছেলে শাহীন আলীর বসতঘর, আসবাবপত্র ১টি গরু ও নগদ ১ লাখ টাকাসহ বাড়ির সকল মালামাল পুড়ে গেছে।। হযরত আলীর বসতঘর, আসবাবপত্র, নগদ ৭০ হাজার টাকাসহ বাড়ির সকল মালামাল পুড়ে গেছে। রজমান আলীর ছেলে মিজানুর রহমানের বসতঘর, নগদ ৪০ হাজার টাকাসহ বাড়ির সকল মালামাল পুড়ে গেছে। মিজানুর রহমানের ছেলে নাজমুল ইসলামের বসতঘর আসবাবপত্র, নগদ ৫০ হাজার টাকাসহ বাড়ির সকল মালামাল পুড়ে গেছে। রেজাউল ইসলামের ছেলে মেহের আলীর বসতগল, আসবাবপত্রসহ বাড়ির সকল মালামাল পুড়ে গেছে। রেজাউল ইসলামের ছেলে হাসান আলীর একটি করিমন গাড়ি পুড়ে গেছে। রমজান আলীর ছেলে সাইফ’ল ইসলামের গোয়ালঘর পড়ে গেছে। বৃদ্ধা জমেলা খাতুনের বসতঘরের মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলাম জানান, তার ও তার দুই ছেলে বসতঘর, গোয়ালঘর, রান্নাঘর, ১টি গরু নগদ টাকাসহ তিনটি পরিবারের সকল পোশাক পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের পরনের পোশাক ছাড়া আর কিছুই নেই। তিনি জানান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্র হতে পারে।
ইউপি সদস্য শাহাজালাল সুজন জানান, জুম্মার নামাজের জন্য বের হব। হঠাৎ চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখতে পায় আগুন জ¦লবে। দ্রæত চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মিরা এসে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ৯ টি পরিবারের ঘরবাড়ি, গোয়ালঘর ১টি গরু, আসবাপত্র পুড়ে প্রায় ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। ৯টি পরিবারের পরনের পোশাক ছাড়া আর কিছু নেই। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার বলেন, আলমডাঙ্গার নওদা হাপানিয়ার হুদাপাড়ায় আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থুলে গিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। কয়েবটি ঘর, গোয়াল ঘর, ঘরের আসবাবপত্র, একটি গরু, একটি গাড়ি ও পোশাক পুড়ে গেছে।
ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার জানান, নওদা হাপানিয়ার হুদাপাড়ায় আগুনে ঘরবাড়ি গোয়ালঘর, গরু ও আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে প্রায় ২৫ টাকা ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপায় হয়। পরে চুয়াাঙ্গা ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।