আলমডাঙ্গায় ঐতিহাসিক মহান মে দিবস পালিত
আলমডাঙ্গায় ঐতিহাসিক মহান মে দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা ও চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা নানা কর্মসূচি পালন করেছে। সকালে আলমডাঙ্গা পশুহাট শ্রমিক ইউনিয়ন অফিস থেকে বনার্ঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কেএম মুঞ্জিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও আঞ্চর্লিক মোটর মালিক সমিতির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সাধারন সম্পাদক মজিবার রহমান।
জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সাধারন সম্পাদক সাহাবুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বাস-পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার ক্যাশিয়ার উজ্জ¦ল শেখ, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম, সহসম্পাদক রবিউল হক, ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার যুগ্ম সম্পাদক সাজু, ক্যাশিয়ার সেন্টু, প্রচার সম্পাদক রুবেল, সাংগঠনিক আব্দুল হান্নান, সড়ক সম্পাদক মুক্তারসহ শ্রমিক ইউনিয়নের সকল কার্যকরী সদস্য ও বাস ট্রাক ড্রাইভার হেলপারবৃন্দ।