আলমডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন করা হয়।
র্যালি শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিবদের মধ্যে আব্দুস সামাদ, লিমন হোসেন, আমিরুল ইসলাম, হেলাল উজ্জামান, রায়হান মাহমুদ, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি জিয়াউর রহমানসহ বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারী।