আলমডাঙ্গায় তীব্র তাপদাহে পথচারীদের মাঝে পানি বিতরণ
চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় তীব্র অতিতীব্র দাবদাহ চলছে। মানুষের দৈনন্দিন জীবন-যাপন ওষ্ঠাগত হয়ে উঠেছে। তীব্র খরতাপে দেহকে বাচাতে মানুষের কাছে পানির চাহিদা বেড়ে গেছে। অতি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলকারীদের পানির চাহিদা মেটাতে অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
তাঁরা এ উদ্যোগের প্রথমদিনে মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের যাত্রীদের মাঝে কয়েকশ পানির বোতল বিতরণ করেন। এসময় অতি আগ্রহ নিয়ে যাত্রীরা পানির বোতল গ্রহন করেন। প্রেসক্লাবের সদস্যদের এই মহতি উদ্যোগের সাথে স্বতস্ফুর্তভাবে অংশ নেন থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া।
উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, এসআই বিকাশ চন্দ্র দাস, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাহিদ হাসান, সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সহসভাপতি সোহেল তানজিদ হিরো, সাংগঠনিক সম্পাদক আলামীন হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সনজু, কার্যনির্বাহী কমিটির সদস্য ইউনুস আলী মন্ডল, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান রোকন, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার শরিফ, সদস্য সোহেল হুদা, ইখলাচ হোসেন প্রমুখ।