আলমডাঙ্গা কাটাঁভাঙ্গার বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বাড়াদী প্রতিনিধিঃ আলমডাঙ্গার কাটঁভাঙ্গা স্কুলপাড়ার বীর মুক্তিযোদ্ধা মোঃ মনসুর আলীর মৃত্যু হয়েছে। জানা গেছে গত রবিবার বীর মুক্তিযোদ্ধা মোঃ মনসুর আলীর (৭৫) শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হলে আলমডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবারের লোকজন ওইদিন সন্ধ্যা ৬ টার দিকে ষ্ট্রোকজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সোমবার সকাল ১০ টার সময় কাটাঁভাঙ্গা স্কুল প্রাঙ্গনে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের উপস্থিতিতে এই বীর সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকস টিম। এই বীর সন্তানের মৃত্যুর সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন এম সবেদ আলী, আব্দুল কুদ্দুস, ওহিমদ্দিন, ফকির মোহাম্মদ, আবুল কাশেম মাষ্টার, খোসদেল আলম, আব্দুল মালেক। বীর মুক্তিযোদ্ধা মোঃ মনসুর আলী আলমডাঙ্গার কাটঁভাঙ্গা স্কুল পাড়ার মৃত মওলা বক্স এর ছেলে।
সে সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা ৯ নং ওয়ার্ড আ লীগের সাধারন সম্পাদক শাহিবুল আলম লালু, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেনে, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বাড়াদী ইউনিয়ন আ লীগের সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম লাল্টু, বিশিষ্ট ব্যবসায়ি মঞ্জিলুর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সভাপতি হাজ্বী জিনারুল বিশ্বাস, আলমডাঙ্গা বিআর ডিবি চেয়ারম্যান বিপ্লব হোসেন মাষ্টার, সাবেক জেলা পরিষদ সদষ্য মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ উজ্জ্বল হোসেন, খিজিরুল ইসলাম, আবিদ আলিম শামীম, আব্দুর রাজ্জাক,মনিরুজ্জামান মাষ্টার, ওমর শরিফ রাসেল, মোখলেছুর রহমান, আশাবুল হক সম্রাট প্রমুখ। সকাল ১১ টার দিকে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় এই বীর সন্তানের।