আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কে এম মঞ্জিলুর রহমানের মনোনয়ন পত্র জমা
আসন্ন আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কে এম মঞ্জিলুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শনিবার ( ২০ এপ্রিল) বেলা ১১ টার দিকে তিনি সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের হাতে মনোনয়ন পত্র তুলে দেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান উপস্থিত ছিলেন।
তার আগে ক্ষমতাসীন দলের আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মী, কয়েকটি ইউপি চেয়ারম্যানসহ সমর্থকদের নিয়ে তিনি উপজেলা চত্বরে আসেন। আসন্ন ৬ষ্ট উপজেলা পরিষদের নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে বিশিষ্ট ব্যবসায়ী কে এম মঞ্জিলুর রহমান আগে থেকেই নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে আসছেন। তিনি নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণসংযোগও করছেন।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, অ্যাড. মোখলেছুর রহমান। এছাড়াও নেতাকর্মিদের মধ্যে রির্টানিং অফিসারের অফিসের বাইরে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদিন, মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, রাহাব আলী, বিল্লাল গণি, আব্দুল কুদ্দুস মাস্টার, তোফাজ্জেল আলীসহ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের কয়েকশ নেতাকর্মি নিয়ে মনোয়নপত্র জমা দিতে আসেন।