২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৮ হাজার ১শ ৫০জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১৯, ২০২৪
149
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ৮ হাজার ১শ ৫০জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিট-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ ধানের(উফশী জান) বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার(১৮ এপ্রিল) উপজেলা কৃষি অফিস চত্তরে আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।


এসময় তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতি লাঙ্গলের ফলার অর্থনীতি। এদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি বিভাগ ও কৃষকের অবদান অনিস্বীকার্য। অধিক ফলন ও উন্নত স্যার বীজ ব্যবহার শেখাতে প্রান্তিক চাষিদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, এ সরকার কৃষকবান্ধব। কৃষকের কল্যাণে শেখ হাসিনার সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে।


আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ্বাস, সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন।

উপজেলা রিসোর্চ ইন্সট্রাক্টর জামাল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পৌর যুবলীগের আহবায়ক আসাদুল হক ডিটু, যুবলীগ নেতা মনিরুজ্জামান হিটু, পাপন রহমান শুভ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, কৃষক আব্দুল্লাহ, বজলুর রহমান, ইস্রাফিল, রহিমা খাতুন, রেজাউল হক, মানিক, বিপুল, জহুরুল, আমিনসহ আলমডাঙ্গা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram