আলমডাঙ্গায় সংসদ নির্বাচনের পর ঈগল প্রতিক ও ফ্রিজ প্রতিকের নেতাকর্মিদের আলোচনা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচনের পর ঈগল প্রতিক ও ফ্রিজ প্রতিকের নেতাকর্মি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় তিনি বলেন, আলমডাঙ্গা উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মিরা যারা আমরা জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি। আমরা সবাই একটি রাজনৈতিক দলের কর্মি। আমরা সবাই দীর্ঘ বছর ধরে রাজনীতি করে আসছি তা আপনারা সবাই জানেন। আজকে আপনাদের এখানে আহবান করা হয়েছে। আমরা এক মঞ্চে দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছি। আমরা ভবিষতেও প্রমান করে দিব যে ঐক্যবদ্ধই শক্তি। এই শক্তি আমরা আলমডাঙ্গার সন্তান।
বিশেষ অতিথি ছিলেন ৭০“র অগ্নি সেনা বীর মুক্তিযোদ্ধা কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন পারভেজ, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক খন্দকার বজলুর রহমান, চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেন, খাসকররা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, খাদিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান বাবলু, নাগদাহ ইউনিয়নের ডা: জাহাঙ্গীর, গাংনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম, আব্দুল মজিদ।
খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, রেজাউল হক, শাহাবুল ইসলাম, জামজামি ইউনিয়নের লাবলু চৌধুরী, রিপন শাহ, ওসমান, ডাউকি ইউনিয়নের রনি, মুনায়েম, এমদাদ, কালিদাসপুর ইউনিয়নের টাকু জোয়ার্দ্দার, মোহাদ্দেস আলী, শিপন, খাসকররা ইউনিয়নের মোয়াজ্জেম, কুমারী ইউনিয়নের সাইকা, ইকরামুল হক বুলু, ডা: মালেক, ই¯্রাফিল, কামাল, মুকুল, হারদী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকের, আব্বাস আলী, আব্দুল রশিদ, শাহিবুল ইসলাম, ঝন্টু, বাড়াদি ইউনিয়নের মাসুম, আব্দুল মজিদ,ঝন্টু মাস্টার, ভাংবাড়িয়া ইউনিয়নের আনারুল ইসলাম, আজিজুল হক, অনুকুল, মোকাদ্দেস, খাদিমপুর ইউনিয়নের আবুল হোসেন, চিৎলা ইউনিয়নের ইমদাদুল হক, রানা, রবিউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের ঈগল প্রতিক ও ফ্রিজ প্রতিকের নেতাকর্মি বৃন্দ।