আলমডাঙ্গার কুমারী গ্রামের নুর ইসলামকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একই গ্রামের সুমন
আলমডাঙ্গার কুমারী গ্রামের নুর ইসলামকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের সুমন আলীর বিরুদ্ধে। গত ১৬ এপ্রিল রাতে দুজন মারামারি করার এক পর্যায়ে সুমন ধারাল হেসো দিয়ে নূর ইসলামকে কুপিয়ে জখম করে।
জানা যায়, কুমারী ফরায়েজি পাড়ার রফিকুল ইসলামের ছেলে নূর ইসলাম একই গ্রামের ভাটাপাড়ার গোলাপ আলীর ছেলে সুমন আলী নিকট থেকে বিষ স্প্রে করার মেশিন চেয়ে নিয়ে আসে। বেশ কয়েক দিন অতিবাহিত হলেও সুমন স্প্রে মেশিনটি সুমনকে ফেরত দেয়নি নুর ইসলাম। এক পর্যায়ে সুমন মেশিনের জন্য তাগদা দিলে নুর ইসলাম তাকে ভাঙ্গা মেশিন ফেরত দিতে যান। ভাঙ্গা মেশিন ফেরত নিতে রাজি হয়নি সুমন আলী। নূর ইসলাম নুতন মেশিন কিনে দিতে চাইলেও তাকে সুমন গালমন্দ করতে থাকেন।
এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু করেন। মারামারি চলাকালে সুমন আলী হেসো দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নুর ইসলামকে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা নূর ইসলামকে উদ্ধার করে প্রথমে হারদী স্বাস্থ কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার পুুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেন।