আলমডাঙ্গা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন” এ স্লো গানকে সামনে রেখে শনিবার (৬ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কনা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, হাটবোয়ায়িলা বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি, ক্রীড়া শিক্ষক মহসিন কামাল, মুনসুর আলী, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, সাবেক খেলোয়ার মিজানুর রহমান, সোহাগ আলী, বিশিষ্ট স্পোর্টস সামগ্রী ব্যবসায়ী মামুন অর রশিদ মন্ডল প্রমুখ।