আলমডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমীন আক্তার, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ৭০“র অগ্নি সেনা মঈন উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. এ.এস.এম মোস্তাফিজ মুকুট, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জিয়াউর রহমান, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আল মামুন, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ, পল্লি সঞ্চয় ব্যাংক অফিসার শেফালি বেগম, তথ্য সেবা অফিসার স্নিগ্ধা দাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের আলমগীর হোসেন, টিএমএসএস জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।