পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার সকল ঈদগাহ কমিটির সদস্যদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩ এপ্রিল) উপজেলা পরিষদের হলর”মে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তার”জ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির”জ্জামান, উপজেলার বিভিন্ন গ্রামের ঈদগাহ কমিটির সদস্যদের মধ্যে আজিজুল হক, নুর”ল ইসলাম, আবুল কাশেম, আব্দুস সামাদ আজাদ, মকবুল, আসাদুর রহমান, আমির”ল ইসলাম, মতিয়ার রহমান, ইসরামুল হক, রবিউল হক,মোহাম্মদ আলী, মজিবর রহমান, আশাদুল হক,আজাদ হোসেন, মানিক, হুমায়ন, আব্দুল লতিফ প্রমুখ।
সভায় আসন্ন ঈদুল ফিতর শান্তিপুর্নভাবে উদযাপনের জন্য নানা সিদ্ধান্তের কথা জানানো হয়। ঈদকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘঠে সেজন্য পুলিশ প্রশাসন সর্তক থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া ঈদ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে জনসাধারনের যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহনের যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য প্রশাসন সতর্ক থাকবে। চুরি, বেপোরায়া গাড়ি চালানো, উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দ দুষণ ইত্যাদি যে কোন অপরাধমুলক কাজ দমনে প্রশাসন সতর্ক থাকবে।