ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা থানা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা থানা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) কালিদাসপুর দক্ষিণপাড়া বায়তুন নূর জামে মসজিদে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা থানা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি তুষার ইমরান সরকার।
প্রধান অতিথি বলেন, খাদ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর জুলুম করা হচ্ছে। প্রতিটি পণ্য ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করতে থাকলে সাধারণ শান্তি প্রিয় মানুষ অশান্ত হয়ে উঠবে।রমজান মাস এক বরকতময় মাস।এই মাসে সবাইকে তাকওয়া অর্জনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শেখ পিয়ার মোহাম্মদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক ডাঃ ওয়ালিদ হোসেন জোয়ার্দ্দারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ফারুক হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, মুফতি সিরাজুল ইসলাম, আলহাজ্ব মীর শফিকুল ইসলাম,শরিফুল হক, মুফতি সাজ্জাদুর রহমান, মুফতি আশরাফ আলী, ডাঃ কে এন করিমসহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।