আলমডাঙ্গা লিজেন্ড এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল
![](https://samprotikee.com/wp-content/uploads/2024/03/alamdanga-lijand-2000.jpg)
আলমডাঙ্গা লিজেন্ড এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল মারকাযনগরের আলমডাঙ্গা মারকাযুল উলূল মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা মারকাযুল উলূল মাদ্রাসার প্রায় ২শতাধিক শিক্ষার্থীদের সাথে আলমডাঙ্গা লিজেন্ড এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধুরা ইফতারের আয়োজেন করে।
দোয়া ও ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা মহিলা সরকারি কলেজের সহকারি অধ্যাপক মারফুল ইসলামের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী রাজিবুল ইসলাম রাজিবের উপস্থাপনায় বক্তব্য রাখেন অগ্রণীব্যাংক রাধাকান্তপুর বাজার শাখার অফিসার ইসতেশাম মোহাম্মদ সোহেল, ব্যাংকার শাহিন রেজা, আকরাম হোসেন, সবুজ, জাহাঙ্গীর, সুমন, লালন, লিমন মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন জাফফার মনা, মামুন রেজা মন্ডল, মকবুল, ফিরোজ, রিয়াজুল, আরিফ, তোতাম রায়হান, মুসা, আবু শামা, মোস্তফা, লিংকন, মিল্টন চৌধুরী, আলী আহম্মেদ, ডন বাদশা, রেজাউল, কল্পনা, আজাম্মেল, মুকুল ডাঃ, এনামুল, সোহেল রানা, ফারুক, ইমাদুল, গোলাম নুর রনি, জামাল, জোছনা, পলাশ, কামাল, হাবিব, শাপলা, রায়হান, জোবায়দা, মিয়ারাজ, লালন, জিন্না, আলি আকবর ডা:, আশরাফুল সুজন, আহাদ, মোস্তফা, মমিন, জুয়েল, রাজিবুল ইসলাম ঝন্টু, নাহিদ, সাহাবুল, ছোট বাবু, জামিল, সেন্টু, ইলিয়াস, রেজাউল, রাজু, শামীম কবির, নাজমুল, শাওন, মহিবুল, মহিজুল, জামিরুল, ফিরোজ প্রমুখ। ইফতার শেষে আলমডাঙ্গা লিজেন্ড এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধুরা মাদ্রাসার সকল শিক্ষার্থীদের সাথে রাতের খাওয়া দাওয়া করেন।