আলমডাঙ্গায় নেতাকর্মিদের সাথে মতবিনিময় এমপি ছেলুন জোয়ার্দ্দার
সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করার লক্ষে আলমডাঙ্গায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। শুক্রবার (২৯ মার্চ) আলমডাঙ্গা বধ্যভ‚মির সেডে তিনি উপজেলা ও পৌর আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়ার নিকট উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ে খোজখবর নেন।
তিনি আরও বলেন, একসময় আলমডাঙ্গা উপজেলা সন্ত্রাসের রাজত্ব ছিল। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় সেই সন্ত্রাস এখন আর নেই। আপনারা এখন শান্তিতে ঘুমাতে পারেন। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনাদের এলাকায় যে উন্নয়ন করেছে তা আপনারাই ভাল জানেন। আপনাদের এলাকায় রাস্তাঘাট, ব্রিজ, কালভাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে তিনি কাজ করে যাচ্ছেন।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ^াস, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটাস জোয়ার্দ্দার, আবু সাঈদ পিন্টু, এজাজ ইমতিয়া জোয়ার্দ্দার বিপুল, আওয়ামীলীগ নেতা কে এম মুঞ্জিলুর রহমান, অ্যাড. মকলেচুর রহমান, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, শহিদুল ইসলাম লাল্টু, রুবেল আহমেদ, ডা. ডেভিট, আব্দুল আলী, কালু মন্ডল, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, পাপন রহমান, সৈকত খান, মিরাজুল ইসলাম রঞ্জু, শুভ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা আশিক প্রমুখ।