আলমডাঙ্গায় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গায় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বুধবার (২৭ মার্চ) আলমডাঙ্গা বধ্যভ‚মির সেডে তিনি আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, আওয়ামীলীগের শক্তিই তৃণমূলের নেতাকর্মী। এদেশের মানুষ বঙ্গবন্ধুর আওয়ামীলীগকে ভালোবাসে এবং বিশ্বাস করে। তৃণমূল নেতাকর্মীদের ত্যাগের কারণেই আওয়ামীলীগ আজকের অবস্থানে এসে পৌঁছেছে। এ ধরনের নেতারা সংগঠনকে দিতে আসেন, নিতে আসেন না। তারা নিঃস্বার্থ ভাবেই দলের জন্য কাজ করেন। নেতাকর্মির ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যই নৌকা প্রতিক আবারও জয় লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠণ করেছে। তিনি বলেন, এই এলাকার অসমাপ্ত কাজগুলো দ্রæত সমাপ্ত করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, হারদী এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, যুবলীগ নেতা পাপন রহমান, শিহাব, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, ছাত্রলীগ নেতা আশিক প্রমুখ।