নিমগ্ন পাঠাগারে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
মার্চ ২৬, ২০২৪
302
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
নিমগ্ন পাঠাগারে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ মার্চ ২০২৪ খ্রি. মঙ্গলবার আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগার কক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে রমজানের ফজিলত ও আমল বিষয়ে আলোকপাত করেন মুফতি মাহদি হাসান, মাওলানা হোসাইন আহমাদ ও মাওলানা ইমদাদুল হক। দুআ পরিচালনা করেন মাওলানা মামুনুর রশিদ।
নিমগ্ন পাঠাগার আয়োজিত এ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন হাজি রেজাউল করিম কাবিল, মাহফিল উদ্দিন মানিক, কাজল আহমেদ, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, হাফেজ আকিব রেজা, মেহরাব সিদ্দিক, সিদ্দিক হোসেন, সনি মল্লিক, তাওহীদুজ্জামান, তামজিদ হাসান আবির, সালাউদ্দিন, সাদিব আল মাহমুদ প্রান্ত, আফনাব আহমেদ নাহিয়ান, শারজিল হাসান, বেলায়েত হোসেন বিপু, মাসুদ রানা, সাব্বির আহমেদ, ইসমাইল হোসেন শিপন, আবু শুয়াইব শিমুল, আবু সাঈদ, মুইন প্রমুখ।