৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জিকে সেচ প্রকল্পের অকেজো পাম্প দ্রুত সচলকরণের দাবিতে আলমডাঙ্গায় মানববন্ধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২০, ২০২৪
132
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

জিকে সেচ প্রকল্পের অকেজো পাম্প দ্রুত সচলকরণের দাবিতে মানববন্ধন করেছে আলমডাঙ্গা উপজেলা কৃষক জোট। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে পৌর এলাকার পানিশুন্য জিকে খালের মধ্যে অবস্থান করে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন সেচ খালের আওতাধীন বেশ কিছু কৃষক। ওই কর্মসূচি থেকে এ অঞ্চলে প্রত্যেক কৃষকের বোরো ধানের জমিতে সেচের পানি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে বক্তব্য দেন কৃষক জোটের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা কৃষক জোটের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস উষা, মহাসিন আলী, রিসোর সমন্নয়কারী দারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আলমডাঙ্গা উপজেলার কৃষকের বোরো মৌসুমে ধান চাষ জিকে খালের পানির উপর নির্ভরশীল। এই অঞ্চলের কৃষকদের দিনের পর দিন অবহেলা করা হচ্ছে। সেচ প্রকল্পের খালে পানি নেই। রোরোক্ষেতের মাটি ফেটে চৌচির। এলাকাটি গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতাধীন হওয়ায় বেশিরভাগ মাঠেই গভীর নলকূপ বা বিকল্প সেচের ব্যবস্থা নেই। এমতাবস্থায় বোরো আবাদ মৌসুমে সেচ প্রকল্পের খালে পানি সরবরাহ অব্যাহত না রাখলে হাজার হাজার হেক্টর জমির বোরো আবাদ নষ্ট হবে। ইতোমধ্যে পানির অভাবে শুকিয়ে যাচ্ছে সদ্য রোপিত ধানের চারা। বেশ কয়েক বছরব্যাপি চলছে কমবেশি এই সমস্যা। প্রকল্পের তিনটি পাম্পের ভেতর দুটি পাম্প দীর্ঘ কয়েক বছর ধরে নষ্ট। একটা মাত্র পাম্পে চলতো জিকে প্রজেক্টভূক্ত ৪ জেলার কৃষি। সেটিও এ বছর নষ্ট। প্রতি বছর এ সেচ প্রকল্পের বিভিন্ন খাতে শ শ কোটি টাকা টাকা বরাদ্ধ আসে। অথচ, সেচ প্রকল্পের প্রাণ যে তিনটি পাম্প, তার রক্ষণাবেক্ষণ করা হয় না। এটা ৪ জেলার কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র কী না তা খতিয়ে দেখা দরকার। বক্তারা সেচ প্রকল্পের পাম্প দ্রæত চালু করার আহ্বান জানান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram