৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জাপানি ভাষা শিক্ষার স্কুল পরিদর্শন করলেন তিন জাপানিজ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২০, ২০২৪
468
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

জাপানি ভাষা এবং ওই দেশের কালচার কিছুটা শিখতে পারলেই মোটা বেতনে জাপানে চাকরির সুযোগ পাওয়া যাচ্ছে। আলমডাঙ্গার স্টেশনপাড়ায় জাপানী ভাষা শিক্ষার স্কুলও খোলা হয়েছে। মঙ্গলবার(১৯ মার্চ) বিকেলে তিন জাপানিজ স্কুলটি পরিদর্শন করেন। ইতোমধ্যে বেশ কয়েকজন জাপান গমনেচ্ছুক শিক্ষার্থী স্কুলটিতে ভর্তি হয়ে জাপানি ভাষা শিখছেন। শিক্ষার্থীরা তিন জাপানিজকে জাপানি কায়দায় অভ্যার্থনা জানান।


জাপানি তিনজন হলেন, মিয়াও হিরোসি, ইয়োশিদা মেগামি, ইউনো আজুছা। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, বাংলাদেশী উদ্যোক্তা মিজানুর রহমান পলাশ ও সার্জেন্ট (অব:) জহুরুল ইসলাম। স্টেশনপাড়ার ভাষা শিক্ষার স্কুলটি পরিচালনা করেছেন জহুরুল ইসলাম।


জাপানি উদ্যোক্তারা জানান, দীর্ঘবছর ধরে জাপানে জন্মহার আশংকাজনকভাবে কমেছে,গড় আয়ু বেড়েছে। জাপানে মানুষ বয়স বেড়ে বৃদ্ধ হচ্ছে কিন্ত কর্মঠ যুবক শ্রেনী গড়ে উঠছে না। তাদের প্রচুর কর্মঠ ও জাপানি ভাষায় পারদর্শী কর্মী দরকার। তারা বলেন, জাপানি ভাষা ও সেদেশের কালচার কিছুটা শিখতে পারলে জাপানের অনেক কোম্পানীতে চাকরির সুযোগ রয়েছে। তারা জানান, অনেক আগে থেকেই ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, আফগানিস্তান ও ভিয়েতনাম থেকে অসংখ্য কর্মী জাপানে যাচ্ছেন। বাংলাদেশ থেকেও নেওয়ার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram