১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার জগন্নাথপুর গাংপাড়ার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন টোটন জোয়ার্দ্দার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৯, ২০২৪
156
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গাংপাড়ার বুদোর ব্রিজ হতে চরশ্রীরামপুর নওদাপাড়ার স্কুল পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জগন্নাথপুর গাংপাড়ার বুদোর ব্রিজ হতে চরশ্রীরামপুর নওদাপাড়ার স্কুল পর্যন্ত রাস্তা ৮শ ৫০ মিটার রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় কার্পেটিং করণ করা হবে।

সোমবার (১৮ মার্চ) সকালে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় তিনি বলেন, জগন্নাথপুর গ্রামের গাংপাড়ার মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। তাদের দীর্ঘ দিনের চাওয়া স্বপ্নের পাকা রাস্তাটি চুয়াডাঙ্গা ১ আসেনর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পূরণ করেছে। এ রাস্তাটির কাজ সম্পন্ন হলে বর্ষার সময় এ গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট দূর হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে এ সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছেন। আপনারা জানেন আপনাদের ইউনিয়নে আওয়ামীলীগ সরকারের আমলে চুয়াডাঙ্গা ১ আসেনর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন যত কাজ করেছে তা আর কেউ করেনি।


ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মিনারুল ইসলাম রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, আলমডাঙ্গা পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, সহসভাপতি তোফা মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান জমির, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসিবুল মন্ডল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এরশাদ আলী, ঠিকাদার ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আজিবার রহমান, উপসহকারি প্রকৌশলী হারুন অর রশিদ। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে সানোয়ার হোসেন, নজরুল ইসলাম, শাহাজান, আনসার আলী, আফিল মেম্বার, আওয়ামীগ নেতা ওবাইদুর রহমান, লুৎফর রহমান, সাধু মন্ডল, রেজাউল হক, আজিজুল হক, নকি মদ্দিন, ঠান্ডু, বিল্লাল, মজিবর রহমান, বদর উদ্দিন, আমিরুল, শহিদুল, রাশিদুল, এরশাদ আলী, রেজাউল, সাবেক যুবলীগের সভাপতি মনির উদ্দিন মনি, যুবলীগ নেতা বিএম নাহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মহর আলী, ছাত্রলীগ নেতা নাজিম, উদ্দিন, করীম, রাহুল প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram