সরকারি কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
আলমডাঙ্গা সরকারি কলেজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ যথাযথ মর্যদায় পালন উৎযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জে. এম আব্দুর রকীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, সহকারী অধ্যাপক সাইদুর রহমান. সহকারী অধ্যাপক মহিতুর রহমান, প্রভাষক জেসমিন আরা খানম, রাশেদুল মোমিন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজন কমিটির আহবায়ক প্রভাষক ড: মোঃ মহবুব আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মোনয়েম, সহকারী অধ্যাপক গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক ইকবাল হাসান, সহকারী অধ্যাপক রাহাত আরা, সহকারী অধ্যাপক দিলরুবা শিরিন, সহকারী অধ্যাপক রেজাউল করিম, শরিয়ত উল্লাহ, মনিরুজ্জামান, কামিনী সুলতানা, আব্দুস সেলিম, প্রভাষক মাকসুদুর রহমান, আব্দুল ওয়াদুদ, আবু হাসান, হাবিবুর রহমান, বাছের আলী, মুনজুরুল ইসলাম, আদিলুর রহমান, বাশেদুল কবীর, মিনারা খাতুন, তাসলিমা খাতুন, রওজাতুল জান্নাত, লুতফুন্নাহার, জেসমিন আক্তার, সালমা সিদ্দিক, মোহাম্মদ জামাল উদ্দিন, মাহফুজুর রহমান, নুরজ্জামান, হাসানুজ্জামান, সাব্বির আহম্মেদ, আনোয়ারুজ্জামান, হোসনে আরা, আবু সাঈদ, মাসুদ বিল্লাহ, আব্দুল হাইসহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।