জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
সারা দেশের মত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা আয়োজন ও কর্মসুচির মধ্যদিয়ে দিনটি পালন করেছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মঞ্চ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এরপর উপজেলা চত্তর থেকে বণার্ঢ্য র্যালি শেষে শহর প্রদক্ষিণ করেন। র্যালি শেষে উপজেলা মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করেন স্ব-স্ব কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করা হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যা. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া, ৭০‘র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা অগ্নি সেনা মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহেনা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কনা, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা রিসোর্চ ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জিএম কামাল, শামিম সুলতান, হুমায়ন কবীর, রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামীদ, খাদ্য পরিদর্শক(ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুল আলীম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল মামুন, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মুনজুরুল হক বেলু, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, বিআরডিবি কর্মকতা শায়লা শারমিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শেফালি বেগম, তথ্য কর্মকর্তা ¯িœগ্ধা দাস প্রমুখ।