আলমডাঙ্গা নাগরিক কমিটি গঠনের জন্য আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আলমডাঙ্গা নাগরিক কমিটি (প্রস্তাবিত) গঠনের জন্য প্রধান সড়কের হ্যামলেট ক্যাফেতে এক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ( ১৬ মার্চ) বাদ আছর অনুষ্ঠিত এ আলোচনার শুরুতে আলমডাঙ্গা নাগরিক কমিটির প্রস্তাবক খোঃ হাবিবুল করিম চনচল প্রস্তাবিত নাগরিক কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে সংগঠনের সাথে এলাকার সচেতন নাগরিকের অংশগ্রহণের আহবান জানান। এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, বণিক সমিতির সাবেক সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল ও মনিরুজ্জামান মনি ও হামিদুল ইসলাম আজম। বক্তারা সকলেই নাগরিক কমিটি গঠনের সপক্ষে যুক্তি ও প্রয়োজনীশতা নিয়ে আলোচনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজপাড়া কল্যাণ কমিটির সভাপতি মতিয়ার রহমান (সাবেক এজি এম কৃষি ব্যাংক), ৭৮ ব্যাচের মানোয়ার হোসেন (ব্যাংকার), সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, হারুন অর রশীদ, আনোয়ার হোসেন, রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, এসএসসি ৮২ ব্যাচের কামরুজ্জামান হীরা, ৮৬ ব্যাচের আসিফ জাহান, শিক্ষক ইদ্রিস আলী ৮৭ ব্যাচের মনিরুজ্জামান, গোলাম মুক্তাদির বিদ্যুৎ, এসএসসি ৮৮ বন্ধু এমদাদ হোসেন, রশেদ সাঈজী, নাসিম ফরহাদ, বিপ্লব হোসেন, ইউনুস আলী, মিজান, সিরাজুল ইসলাম শিরণ, মন্টু, লিটন, বাবুল ৮৯ ব্যাচের টিপু সুলতান (ইতালি প্রবাসী) সোহেল, লাল্টু, দেলোয়ার, মিজান, ৯১ ব্যাচের কামাল হোসেন, মেহেদিউজ্জামান মিঠু, ৯২ ব্যাচের সবুজ আহমেদ, ৯৩ ব্যাচের তুহিন, রবিউল, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক শামীম হোসেন, ব্রাইট মডেলের প্রধান শিক্ষক গোলাম মুস্তাকিন রাজু, রুমন শাহরিয়ার, ৯৭ ব্যাচের হুমায়ুন কবীর, রাশেদুল ইসলাম, শিপলু, ৯৮ ব্যাচের ফাহমিদ মুন ২০০০ ব্যাচের টাইফু, রাজীব, আকরাম খান প্রমূখ সহ সাংবাদিক শাওন, সঞ্জু, জুয়েল প্রমুখ।
প্রসঙ্গত, পৌরসভার বাসিন্দাদের নাগরিক অধিকার সমুন্নত , নাগরিক সেবা নিশ্চিত , পৌরসভার জনমানুষের আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, শহর রক্ষার আন্দোলন, জলাবদ্ধতা দূরীকরণ, পরিচ্ছন্নতা, ট্র্যাফিক ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, মশা নিধন, সবুজ আলমডাঙ্গা নিশ্চিত করণ, চেষ্টায় সঁপে দেয়া, শহরকে অধিক বাসযোগ্য ও নতুন করেই সাজানো, সর্বোপরি বিল্ডিং কোড নিশ্চিত করে বিল্ডিং নির্মাণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বার অঙ্গিকারে সব ধরণের পেশাজীবি জনগোষ্ঠীকে একাট্টা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবগত করানো এবং তার সঠিক বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মসূচী নিয়ে সক্রিয় থাকার লক্ষ্যে আলমডাঙ্গা নাগরিক কমিটি (প্রস্তাবিত) সংগঠনের প্রক্রিয়া চলমান।
আলোচনা শেষে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পতিপালন ও সংগঠনের শুভকামনাসহ দোয়া করা হয়। দোয়া করেন সহকারী অধ্যাপক আসিফ জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় করেন এমদাদ হোসেন।