বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দ্রæতগতির মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক জীবন নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার হারদী-কুষ্টিয়া মিরপুর সড়কে রাস্তায় এ দূর্ঘটনা ঘটেছে । মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে মিরপুর মালিহাদ ইউনিয়ন পরিষদে টিসিবি পন্য নিতে এসে বন্ধুর মোটরসাইকেল নিয়ে আলমডাঙ্গা আসার পথে দ্রæত গতিতে চালিয়ে হারদী ইউনিয়ন পরিষদের সামনে গাছে সাথে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক যুবক ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত যুবক জীবন আলী(২০) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে। দুই ভাইয়ের বড় জীবন। জীবন আমলা সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী সে সকালে বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ চত্তরে টিসিবি পন্য নিতে আসে। ইউনিয়ন পরিষদ চত্তরে দেখা হয় বন্ধুর সাথে। বন্ধুর মোটরসাইকেল নিয়ে হারদী বাজারে যাচ্ছিল জীবন। দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে সে। ঘটনাস্থলেই জীবন মারা যায়।
প্রত্যক্ষদর্শিরা জানান, মিরপুরের দিক থেকে হারদী আসার সময় ইউনিয়ন পরিষদের সামনে একটি গাছের সাথে ধাক্কা মারে যুবক। ঘটনাস্থলেই সে মারা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে নিশ্চিত করে। নিহত যুবককে প্রথমে কেই চিনতে না পারায় লাশ হাসপাতালে রাখা হয়। পরে দূর্ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নিহত যুবকের পরিচয় মেলে। দুপুরে পরিবারের লোকজন এসে জীবনের লাশ নিজ গ্রামে নিয়ে যায়।
আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক অপারেশন একরামুল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত যুবকের বাড়ি কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার রাজনগর গ্রামে। সে দ্রæতগতিতে মোটরসাইকেল চালিয়ে এসে হারদী ইউনিয়ন পরিষদের সামনে গাছের সাথে সজোড়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই যুবক নিহত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। বিনা ময়না তদন্তে আবেদন করায় মরাদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে।