৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমপি ছেলুন জোয়ার্দ্দারকে সংবর্ধনা জ্ঞাপন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৩, ২০২৪
144
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা- ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা জ্ঞাপন করেছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মার্চ) উপজেলা পরিষদের মিলনায়তনে এ সংবর্ধনা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে ওই সংবর্ধনানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।


এসময় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য এমপি ছেলুন বলেন, আপনারা বসে থাকলে কিছুই পাবেন না। এলাকার উন্নয়নের জন্য আপনাদেরকে দপ্তরে দপ্তরে দৌড়াতে হবে। আমাকেও দৌড়িয়ে নিয়ে বেড়াতে হবে। তিনি বলেন, এটা হল বাস্তবতা। শিশু না কাঁদলে মা যেমন দুধ দেয় না,তেমনি আপনি না চাইলে কিছুই পাবেন না।
তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, চুয়াডাঙ্গাতে স্টেডিয়াম করতে গিয়ে অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে। একটি ফাইল নিয়ে তৎকালীন ডিসি আমাকে আড়াই বছর ঘুরিয়েছিলেন। আমি ঢাকায় দৌড়ায়ে দৌড়ায়ে মন্ত্রীর মাধ্যমে সেই কাজ করেছি। সুতরাং কাজ করতে হলে আপনাকে দৌড়াতে হবে। আপনারা আমাকেও দৌড়িয়ে নিয়ে বেড়াবেন। দেশের প্রেক্ষাপটে এটাই বাস্তবতা বলে মন্তব্য করেন তিনি।


বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহেনা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কনা। উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, যুবউন্নয়ন কর্মকর্তা গোলাম আওয়াল, নির্বাচন অফিসার মশিউর রহমান,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শেফালি বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, উপজেলা পল্লি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল মান্নান,আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. এ.এন.এম মোস্তাফিজ মুকুট, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল মামুন, উপজেলা আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শামীম সুলতান, জিএম কামাল হোসেন, হুমায়ন কবীর, রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, এলজিইডি অফিসের উপসহকারি প্রকৌশলী লিয়াকত আলী, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মনজুরুল হক বেলু, সমবায় অফিসের সহকারি পরিদর্শক সাহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram