আলমডাঙ্গা আরএমপি ডাক্তার সমাবেশ অনুষ্ঠিত
আলমডাঙ্গা আরএমপি ডাক্তার সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটি আলমডাঙ্গার আয়োজনে সোমবার (১১ মার্চ) রেল স্টেশনে নুরুল ইসলাম চেয়ারম্যানের আলমডাঙ্গা পাইকারি কাপড়ের হাট মার্কেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আলমডাঙ্গার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ডা: আকবার আলী আকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি ডা: ফজলুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ডা: মীর আব্দুল আওয়াল লিডু।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির সহসভাপতি ডা: এম জমশেদ খান, সাধারন সম্পাদক ডা: নওশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান।
সমাবেশ শেষে আহবায়ক কমিটি গঠন করা হয়।
আলমডাঙ্গা আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির আহবায়ক পল্লি চিকিৎসক জিনারুল ইসলাম, সদস্য সচিব পল্লি চিকিৎসক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক পল্লি চিকিৎসক আব্দুল মালেক, পল্লি চিকিৎসক সামসুল আলম, পল্লি চিকিৎসক লিয়াকত আলী, পল্লি চিকিৎসক একে আজাদ পাপ্পু, পল্লি চিকিৎসক ইমন, পল্লি চিকিৎসক আবু জাফর, ডেন্টাল চিকিৎসক কাজী সজিব, পল্লি চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ, পল্লি চিকিৎসক মোশারেফ হোসেন।