গোপালনগর গ্রামের প্রবাসীর খামার থেকে চুরি হওয়া দুটি গরু ১৬ দিনেও সন্ধান মেলেনি
স্টাফ রিপোর্টার: গোপালনগর গ্রামের প্রবাসী রুবাইয়েত ইসলাম রুবেলের চুরি হওয়া দুটি গরু ১৬ দিনেও সন্ধান মেলেনি। গত ২২ ফেব্রæয়ারি দিবাগত রাতে খামারের তালা ভেঙ্গে সুযোগ সন্ধানী চোরচক্র দুটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়ার গরু দুটির মুল্যে প্রায় ৩ লাখ টাকা। চুরি হওয়া পর থেকে আশপাশ জেলার বিভিন্ন গ্রাম খোজ করেও সন্ধান পায়নি। পরে আলমডাঙ্গা থানায় গরু চুরি হওয়া বিষয়ে অভিযোগ দায়ের করেন রুবেল।
জানাগেছে, উপজেলার গোপালনগর গ্রামের ছমির উদ্দিনের ছেলে রুবাইয়েত ইসলাম রুবেল সিঙ্গাপুর প্রবাসী। প্রবাসী থাকার পাশাপাশি তিনি নিজ বাড়িতে গড়ে তুলেছেন গরুর খামার। দীর্ঘদিন ধরে খামারের তিনি গরু মোটাতাজা করেন। ৮টি বড় ও ২টি ছোট গরু ছিল তার খামারে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ৮টি গরু বিক্রয় করে দেয় রুবেল। খামারে থাকা দুটি গরু গত ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে যেকোন সময় সুযোগ সন্ধানী চোরচক্র খামারের তালা ভেঙ্গে গরু দুটি চুরি করে নিয়ে যায়। সকালে তিনি খামারে গরুর খাবার দিতে গিয়ে দেখতে পান তালা ভাঙ্গা গরু দুটি নেই। তিনি আশপাশ জেলার বিভিন্ন গ্রামে সন্ধান করেও গরুর খোজ না পেয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।